terms and conditions

terms and conditions

Please also review Food Link’s updated Privacy Policy that takes effect on September 25, 2021.

Last Modified: 11 November, 2021

Welcome to Food Link. We publish articles on Healthy food recipes . Please read these Food Link Terms of Service. The Terms also govern your interaction with any websites we own or operate (“Sites”), purchase of any Food Link participation in Food Link events or promotions.

If you breach these Terms we may take action against you, including but not limited to terminating your account. You acknowledge that Food Link has no obligation to, and will not, reimburse or refund you for Services lost due to involuntary suspension or termination of your account.

প্রত্যেকটি ওয়েবসাইটের ন্যায়  আমাদের এই প্ল্যাটফর্ম ফুড লিংক বিডি ব্যবহার করতে হলে কিছু টার্মস এবং কন্ডিশন -এর প্রতি লক্ষ্য রাখতে হবে।
নিচে ফুড লিকং বিডির জন্য কিছু terms and conditions দেওয়া হল-

যা নিম্নে বর্ননা করা হয়েছেঃ

  • ফুড লিংক বিডি ওয়েবসাইটে যে সকল তথ্য শেয়ার করা হয়ে থাকে  তা অধিকাংশ ক্ষেত্রে অন্য কোন তথ্যসূত্র থেকে নেওয়া হয়ে থাকে।
  • সুতরাং সেই সকল তথ্যসূত্রের যদি কোন ধরনের ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সে ক্ষেত্রে ফুড  লিংক  বিডি  কতৃপক্ষ দায়ী থাকবে না।
  • যদিও অধিকাংশ ক্ষেত্রে আমরা  তথ্যগুলো  নির্ভরযোগ্য সোর্স থেকে সংগ্রহ করে থাকি।
  • বারংবার এডসেন্স এড ক্লিক করতে থাকে তাহলে সে ক্ষেত্রে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন।
  • কোনোক্রমে যদি আমাদের প্ল্যাটফর্মের ডাটাবেজ থেকে তথ্য চুরি অথবা তথ্য চুরির চেষ্টা করা হয় তাহলে সে ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।
  • আমাদের এই ওয়েবসাইটে কোনভাবে স্পামিং করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিতে  দ্বিধাবোধ করব না।

  • কোন  অতিথি লেখক আমাদের ওয়েবসাইটে কোন রূপ  লেখা প্রকাশ করে থাকে  তাহলে তার দায়ভার  নিজেকে বহন করতে হবে।
  • কোন ধরনের হিংস্রতা,নগ্নতা এবং  উগ্রতামূলক কমেন্ট করা যাবেনা। 
  • ব্যবহারকারী অর্থাৎ পাঠকের কমেন্টের  দায়ভার  নিঃসন্দেহে নিজেকে বহন করতে হবে।
  • প্রকাশিত লেখা সম্পর্কে যদি  পাঠকের কোন ধরনের অভিমত বা অভিযোগ থেকে থাকে  তাহলে নিঃসংকোচে  তা ব্যক্ত করতে পারবে।
  • ফুড লিংক বিডি একজন পাঠক কে অথবা একজন লেখককে নিজের মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা  প্রদান করেন।
  • আমাদের প্লাটফর্মে বাক স্বাধীনতা নিশ্চিত করা হয়।
  • তবে এর ফলে যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগে তাহলে সে ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • পাঠকদের দেওয়া প্রত্যেকটি অঙ্গীকার যথাযথভাবে  পালন করার জন্য  আমরা সর্বদা সচেষ্ট।
  • এই প্লাটফর্ম ব্যতীত অন্য কোন প্লাটফর্মে চাইলে যে কেওই ফুড  লিংক  বিডি নিয়ে আলোচনা অথবা সমালোচনা করতে পারে। এক্ষেত্রে সচরাচর আমরা কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করব না। 
  • তবে কেউ যদি আমাদের প্ল্যাটফর্মের নামে অপপ্রচার চালায়  তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

কতৃপক্ষ চাইলে যেকোনো সময় টার্মস এবং কন্ডিশনস (terms and conditions) পরিবর্তন করার অধিকার রাখে।

 সর্বশেষ আপডেটঃ ২৪  সেপ্টেম্বর ,২০২১

লেখাটি আবার পড়তে পড়তে চান? আপনার সোসাল মিডিয়ায় শেয়ার করুন।